• সারাদেশ

    Entrepreneur and E-commerce Platform(EP)- উদ্যোক্তা প্ল্যাটফর্ম গ্রুপের ঢাকা খিলগাঁও জোন এর মিটাপ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৯:২৫:৪৫ প্রিন্ট সংস্করণ

     

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার

     

     

    Entrepreneur and Ecommerce Platform ( EP) – উদ্যোক্তা প্লাটফর্ম এর আয়োজনে ২৫- ১২-২০২২ রোজ রবিবার ইপি ঢাকা খিলগাঁও জোন এর মিটাপ অনুষ্ঠিত হয়েছে, এতে প্রায় ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছিলেন। নিজেদের ভেতর বন্ডিং, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য ইপি- উদ্যোক্তা প্ল্যাটফর্ম গ্রুপের এ আয়োজন। ইপি খিলগাঁও জোন প্রতিনিধি আঁখি আলিফ এর সন্চালনায় মিটাপে সভাপতিত্ব করেন ইপির উপদেষ্টা মোহাম্মদ রোমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপি ঢাকা জেলা প্রতিনিধি ও ইপি মডারেটর সায়মা সুলতানা। খিলগাঁও জোনের অনেক সিনিয়র নারী উদ্যোক্তারা এতে অংশগ্রহণ করেন।

     

    মিটাপে বিশেষ অতিথি এবং ঢাকা জেলা প্রতিনিধি সায়মা সুলতানা বলেন, আমরা ধীরে ধীরে ঢাকার সব জোন অনুযায়ী কাজ শুরু করেছি এবং আমাদের এখানে যদিও।৯০% নারী উদ্যোক্তা তবে পুরুষ উদ্যোক্তারা ও প্রাধান্য পেয়ে থাকেন।

     

    ইপির উপদেষ্টা এবং আজকের মিটাপের সভাপতি মোহাম্মদ রোমান মিয়া বলেন, নিজেকে ব্রান্ড করে তুলুন। সেলস নিয়ে ভাবতে হবে না। ইপিতে সময় দিন, আপনাকে সফল করার দায়িত্ব ইপির। ২০২৩ সাল হবে ইপির।

     

    ব্যস্ততার কারণে ইপি এডমিন রনি রহমান উপস্থিত থাকতে পারেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে এডমিন রনি রহমান বলেন, বিজয়ের মাসে আমরা ঢাকার বিভিন্ন জোন, জেলা অনুযায়ী চা আড্ডা/ উদ্যোক্তা মিটাপের আয়োজন এর সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে আরও ১২ টি জেলায় এবং ঢাকার ২ টি জোনে আমাদের মিটাপ অনুষ্ঠিত হবে। এছাড়া মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষে আমরা গত ১৫ ও ১৬ ডিসেম্বর ঢাকায় ইপি বিজয় মেলা করেছি। আমরা সর্বনিম্ন রেটে মেলা করেছি। মিটাপ গুলো আমাদের উদ্যোক্তাদের জন্য ফ্রি। আমরা ভবিষ্যতে জোন এবং জেলা ভিত্তিক ফ্রি মেলার আয়োজন করতে চাই। আমরা তৃণমূল পর্যায় হতে প্রতিভাবান নারী উদ্যোক্তাদের সফলতার দিকে নিয়ে আসব। আমরা আগামী মাস থেকে অফলাইনে এবং অনলাইনে বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করব। ইপির লক্ষ্যই সবাইকে নিয়ে কাজ করা। আমরা উদ্যোক্তাদের ওয়ান টু ওয়ান পরিচর্যা করি। আমাদের শক্তিশালী দিক হলো আমাদের কাছে নতুন পুরাতন সবাই সমান।পুরো অনুষ্ঠান টি সফল করার জন্য ইপি খিলগাঁও জোন প্রতিনিধি আঁখি আলিফ কে ধন্যবাদ জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ