• সারাদেশ

    গোপনে বিয়ে করে ভরণ পোষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে গালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মান্নানের বিরুদ্ধে

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৬:০২:০৮ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ

     

    সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়ন যুবলীগ সভাপতি বিশিষ্ট বালু ব্যবসায়ী আব্দুল মান্নানের বিরুদ্ধে গোপনে বিয়ে করা ২য় স্ত্রীকে মেনে না নেওয়া ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সরে জমিনে ঘুরে ভুক্তভোগী আব্দুল মান্নানের ২য় স্ত্রী লতা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গালা ইউনিয়নের কাশিপুর গ্রামের আবু বক্কারের পুত্র বালু ব্যবসায়ী আব্দুল মান্নান গত এক বছর পূর্বে পাশ্ববির্ত হাটবায়ড়া গ্রামের মৃত আবু সামার কন্যা দুই সন্তানের জননী লতা খাতুনকে নানা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে গোপনে বিয়ে করে। বিয়ের পর থেকেই বিষয়টি গোপন রেখে সময় সাপেক্ষে লতাকে নিয়ে সংসার করার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা রক্ষা করেনি যুবলীগ নেতা মান্নান। এমনকি ২য় স্ত্রী লতা খাতুনকে তার বাবার বাড়ীতে রাখলেও কোন প্রকার ভোরন পোষন প্রদানতো দূরের কথা ঠিকমত যোগাযোগও রক্ষা করেনি।, এমতবস্থায় অন্যের বাড়ীতে কাজ করে মান্নানের ২য় স্ত্রী দুই সন্তান ও অসহায় মাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি আব্দুল মান্নানের পরিবার থেকে ২য় স্ত্রী লতাকে নানা রকম ভয়ভীতি প্রদর্শণ এমনকি বাড়ীঘর জ্বালিয়ে দেওয়ার হুমকী দিচ্ছে। ২য় স্ত্রীর সাথে আব্দুল মান্নান যোগাযোগ বন্ধ থাকায় স্ত্রীর স্বীকৃতি ও সুষ্ঠ বিচার দাবী করছেন ২য় স্ত্রী লতা। এ ব্যাপারে আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ১ বছর আগে বিয়ে করেছিলাম আর গত ৩ মাস ফুর্বেই ২য় স্ত্রী লতাকে ডিভোর্স দিয়েছি।, তাই লতা আমার স্ত্রী নেই। কাগজ দেখতে চাইলে তা দেখাতে অপরাগতা প্রকাশষ করেন আব্দুল মান্নান। অপরদিকে নির্যাতনন ভয়ভীতি প্রদর্শওেণর কথা তুলে ধরে লতা খাতুন জানান,

    এদিকে এলাকাবাসী জানান, কাশিপুর গ্রামের যুবলীগ নেতা আব্দুল মান্নান একজন প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলে সাহস পায়না,। দলীয় প্রভাব খাটিয়ে মান্নান যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলণ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তাই নির্যাতিত ভুক্তভোগী স্ত্রী লতা বেগম প্রতারক স্বামী আব্দুল মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। স্ত্রী লতা বেগম স্বামী আব্দুল মান্নানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ