• সারাদেশ

    সাঁথিয়ায় চোরাইকৃত মালামাল উদ্বারসহ গ্রেপ্তার-৪

      প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৩ , ১০:১৩:৩৯ প্রিন্ট সংস্করণ

     

    রুবেল হোসেন স্টাফ রিপোর্টারঃ

    পাবনার সাঁথিয়ায় চোরাইকৃত মালামালসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার করমজা গ্রামের আফছার মোল্লার ছেলে হারুন(২৮),তলট গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে শাহজাহান আলী(৪৫),বেড়া উপজেলার স্যানালপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আশিক(২৩), জোড়দহ(রাঙ্গাবাড়িয়া) গ্রামের মৃত আঃ লতিফের ছেলে জুয়েল আহম্মেদ(৪০)।

    সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, গত২০ ডিসেম্বর ভোররাতে উপজেলা মুত্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের গ্রীল ও তালা কেটে ভিতরে প্রবেশ করে ১টি টিভি,২টি সাউনবক্স,১পি পানির পাম্প, ১২ ভোল্টের ৪টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা হয়।

    রবিবার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোর আশিক, হারুন, শাহজাহান ও জুয়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তর্থ্যরে ভিক্তিতে ২টি টিভি,২টি সাউন বক্স,২টি পানির পাম্প, ১টি গ্যাসের সিলিন্ডার, ১টি গ্যামের চুলা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ