• সারাদেশ

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার নতুন সেশনে পুর্নাঙ্গ কমিটি গঠন 

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৮:৩৯:০৭ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক স্টাফ রিপোর্টার।

     

     

     

    গত ১৬ ডিসেম্বর২০২২ইং এ কেন্দ্রীয়( প্রকাশনা সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ) ইমরান হুসাইন নুর এর মাধ্যমে জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার ২০২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা দেন।

    সভাপতি- মুহাম্মাদ ইমরান ইবনে খাদেম

    সহ সভাপতি- মুফতি আতিকুর রহমান

    সাধারণ সম্পাদক- মোহাম্মদ ইব্রাহিম খলিল আবির

     

    অদ্য ৫ জানুয়ারি২৩ ইং বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায়

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার ২০২৩ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ১৫ জনের একটি তালিকা ঘোষণা করা হয় বৃহস্পতিবার ইমরান ইবনে খাদেম এর সভাপতিত্বে , ইসলামী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আরিফুল ইসলাম এর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ পাঠ সম্পন্ন করা হয়

     

    আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মেহেরপুর জেলা কমিটির বিভিন্ন দায়িত্বে মনোনীত/নির্বাচিত হয়ে আল্লাহ্ রাব্বুল আলামীনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে-আমরা ইসলামী ছাত্র আন্দোলনের মূল লক্ষ হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমাদের জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করবো। আমরা ইসলামী ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলবো এবং নিয়ম-শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করবো। আমাদের ওপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করবো। আমরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো। আল্লাহ্ তা’আলা আমাদের এ ওয়াদা পালনের তাওফীক দান করুন। আমীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ