• সারাদেশ

    চিলমারীতে ১৫০ পিচ ইয়াবাসহ আটক ১

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ৫:৩৬:৫৯ প্রিন্ট সংস্করণ

     

    কুড়িগ্রামে চিলমারীতে ১৫০পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

     

    পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে অত্র চিলমারী থানাধীন বালাবাড়ি হাটের পশ্চিম পার্শ্বে কিশামতবানু দফাদার পাড়ায় ইং-০৯/০১/২০২৩ তারিখ রাত্রী ০৩.৫৫ ঘটিকার সময় আসামী মোঃ রাশেদুল ইসলাম(৩২) পিতা-মৃত নজির হোসেন সাং-উত্তর সাদুল্ল্যা (তবকপুর) থানা-উলিপুর জেলা-কুড়িগ্রামের।

     

    পুলিশ বলেন পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটের ভিতর সবুজ রংয়ের বায়ুরোধক পলিথিনে রক্ষিত ১৫০ পিচ ইয়াবা পাওয়া যায়।

     

    চিলমারী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান অফিসার ইনচার্জ বলেন চিলমারী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে আসামীকে থানার মামলা নং-০২/০২ তারিখ-০৯/০১/২০২৩, ধারা-৩৬(১) এর সারণীর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ