• সারাদেশ

    মেয়ের স্কুল ড্রেসের টাকা না দিতে পারায় ইজিবাইক চালকের আত্মহত্যা

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ৯:১৪:২৫ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক, স্টাফ রিপোর্টার:

    নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মেয়ের স্কুল ড্রেসের টাকা দিতে না পেরে ইজিবাইক চালক আওলাদ হোসেন (৪২) নামক এক পিতা আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

     

    ১৫ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন ব্রাহ্মনগাঁও এলাকার সামসুল হক মোল্লার ছেলে। এদিকে পরিবার স্বজনরা দাবি করেছেন আত্মহত্যা করেনি। তিনি স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

     

    স্বজনরা জানান, দুপুরে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে বাড়ির ভাড়াটিয়া খাদিজা বেগম তার মাথায় পানি দেয়। পরে মুমুর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

     

    গ্রামবাসী ও আওলাদ হোসেনের ছোট মেয়ে সামিয়া (১২) জানায়, তার বাবার কাছে সকালে স্কুল ড্রেসের টাকা চাইলে । সে টাকা দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে তার ইজিবাইকটি ভাংচুর করে। পরে সে অসুস্থ হয়ে পরে।

     

    সামিয়া উপজেলার সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বড় মেয়ে তানজিনা আক্তার সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী ও তার ছেলে ব্রাহ্মণগাঁও মাদ্রাসার শিক্ষার্থী।

     

    রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ