• সারাদেশ

    চাটমোহরে ১০ দফা দাবি আদায়ে বিএনপির বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ৭:০৩:৪০ প্রিন্ট সংস্করণ

     

    পাবনা সংবাদদাতা:

    বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাটমোহর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

     

    সোমবার (১৬-জানুয়ারী) বিকালে মিছিলটি চাটমোহর বাস স্ট্যান্ড মাঠ থেকে শুরু হয়ে চাটমোহর বালুচর মাঠএ সে শেষ হয়।

     

    উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক, চাটমোহর পৌর বিএমপি সাবেক আহবায়ক মোঃ আসাদুজ্জামান আরশেদ, চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ তাইজুল ইসলাম , চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন হোসেন, চাটমোহর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইসলাম হোসেন, চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম আরিফ, চটমোহর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ আকাশ, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সবুজ হোসেন ও চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আতিকুর রহমান আতিক প্রমুখ।

     

    সমাবেশে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এমন পরিস্থিতিতে জনবিরোধী অবৈধ এ সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। সমাবেশে অবিলম্বে বিদ্যুতের দাম কমানোসহ বিএনপির ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

     

    এসআর/এজ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ