• সারাদেশ

    পাবনায় ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ১:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

     

    শরিফুল ইসলাম আগুন:

    পাবনা সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ আরিফ আলি (৩২) ও হাসমত মোল্লা (৩৩) নামের দুই যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

     

    সোমবার (২৩ জানুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

     

    এ বিষয়ে পাবনা জেলা ডিবি (ওসি) মোঃ এমরান মাহমুদ তুহিন বলেন, মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ২৩ জানুয়ারি জেলার সদর থানা এলাকার জালালপুর বাজারস্থ ইকবাল হোসেনের চায়ের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৬০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

     

    তিনি আরও জানান, আটকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ