• সারাদেশ

    পাবনায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৪

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৮:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ

     

    শরিফুল ইসলাম আগুন, স্টাফ রিপোর্টার:

    পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে। পাবনা সাঁথিয়া ও আমিনপুর এলাকায় ২৪ জানুয়ারি (মঙ্গলবার) এসব অভিযান পরিচালিত হয়।

     

    গ্রেপ্তার আসামিদের নাম মো: আব্দুল আলিম (৪০), মোঃ দেলোয়ার হোসেন (৪১), মোঃ জাকির হোসেন (৩৫), মোঃ রুহুল আমিন (২৬)। তাঁদের কাছ থেকে ১৫০টি ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

     

    জেলা পুলিশ জানায়, পাবনা পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গতকাল ২৪শে জানুয়ারি ২০২৩ তারিখে ডিবি পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই সাগর কুমার সাহ এএসআই মোঃ আমিনুর রহমান, এএসআই মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পৃথক পৃথক ২টি অভিযানে পাবনা জেলার সাঁথিয়া ও আমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০ গ্রাম হেরোইন ও ১৫০ পিচ ইয়াবা সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ

     

    আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাঁথিয়া থানার মামলা নং২৩ তাং ২৪/০১/২০২৩ ও আমিনপুর থানার মামলা নং২২ তাং ২২/০১/২০২৩ মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ