• সারাদেশ

    বেতাগীতে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের মিশন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ১২:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ

     

    বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্ শূফি খাজা বাবা ফরিদপুরি (কুঃছেঃআঃ) কেবলাজান সাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে বিশ্ব ইসলামী মহা সম্মেলনের জাকের পার্টি ছাত্র ফ্রন্ট বেতাগী উপজেলার প্রস্তুতি দাওয়াতি মিশন ও পরিচিতি সভা শুক্রবার (২৭শে জানুয়ারি)বাদ আছর বেতাগীর পুরাতন সিনেমা হল সংলগ্ন নদী বন্দরে অনুষ্ঠিত হয়েছে।

     

    উক্ত মিশন সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি রাকিব শিকদার।সভা পরিচালনা ও সঞ্চালনা করেন বেতাগী উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সিনিয়র সভাপতি স্বপন মাহমুদ।এসময় উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সবস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    মিশন প্রধান ও অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি রুবেল মিয়া‌। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বরগুনা জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আরেফীন মাহমুদ আরিফ।মিশন সদস্যর বক্তব্য রাখেন বরগুনা জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম মামুন।

     

    মিশন প্রধান ও প্রধান অতিথির বক্তব্যকালে বেতাগী উপজেলার সকল ছাত্র সমাজ কে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সু শীতল পতাকার তলে আসার জন্য আহ্বান জানান।সবাইকে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে বিশ্ব ইসলামী মহা সম্মেলনের দাওয়াত দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ