প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৩ , ৬:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ
সোমবার ৩০ জানুয়ারি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’ এবং ‘ড. মমতাজ আহমেদ স্বর্ণপদক’ ও ডা. এ.কে খান স্বর্ণপদক প্রদান করা হয়।
কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় শিক্ষা মন্ত্রী ডা.দিপু মনি এমপি।
সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যাবস্থপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম,প্রফেসর মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রমাণিক।
উল্লেখঃ দৈনিক দৃশ্যপট অনলাইন নিউজ পোর্টাল সম্পাদকের ভাতিজা ও মরহুম আলহাজ্ব শামসুল হক এর একমাত্র সন্তান স্বর্ণপদক প্রাপ্ত শহিদুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতো পূর্বে কলা অনুষদের ইসলামীক স্টাটিজ বিভাগে ডিপার্টমেন্ট ফার্স্ট হওয়াই ডীনস এওয়ার্ড প্রাপ্ত হয়েছিল। এবারে সে ফ্যাকাল্টি ফাস্ট হওয়ায় স্বর্ণপদক প্রাপ্ত হলো।