• সারাদেশ

    রামগড় বিজিবির উপহার সামগ্রী বিতরণ 

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৩ , ৭:০২:৪০ প্রিন্ট সংস্করণ

     

    খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৩ বিজিবির উদ্যোগে জোন এলাকায় ২১৩জন গরীব অসহায় দুস্থদের চিকিৎসা বাবত নগদ অর্থ,ঘর নির্মাণের টিন,খাদ্য সামগ্রী (ত্রান), হতদরিদ্র ব‍্যক্তিদের শীত কম্বল এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ‍্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

     

    রামগড় ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে ৩০শে জানুয়ারী সোমবার সকাল ১০ঘটিকায় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি ও সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা, সৈনিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

     

    জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান,পিএসসি জানান, ৪৩ বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান দমনের পাশাপাশি, আর্থসামাজিক উন্নয়ন, সম্প্রতি উন্নয়ন কর্মসূচিতে থাকা বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে, অতিতের ন‍্যায় এসব উন্নয়নমূলক কাজ চলমান থাকবে।

     

    উল্লেখ্যকৃত উপহারসামগ্রী সেলাই মেশিন ৪টি, টিন ৬ বান, মেয়ের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা ৪জন,চিকিৎসা নগদ আর্থিক সহযোগিতা ৩৭জন, বাদ‍্যযন্র ৫জন,আর্থিক সহায়তা ৫জন,খাদ্য সামগ্রী ৫০জন,শীতের কম্বল ১০০জন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ