• সারাদেশ

    রুপগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ১১:৪৪:৪৮ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক, স্টাফ রিপোর্টার:

    নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ মিয়া (২৩), তরিকুল ইসলাম (২৫) ও মোঃ মামুন মিয়া (২৪)। এরা সবাই রূপগঞ্জের মাছিমপুর এলাকার বাসিন্দা।

     

    এ সময় তাদের হেফাজত থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মাদক বিক্রয়ের তিন হাজার টাকা ও পাঁচটি মোবাইল জব্দ করে র‌্যাব। সোমবার (৩০ জানুয়ারি) র‌্যাব-১১’র প্রধান কার্যালয় থেকে পাঠানো এক, সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

     

    সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার রুপগঞ্জের গঙ্গানগর এলাকায় গ্লোব এডিবল অয়েল লিমিটেড এর সামনে রুপসী হতে মুড়াপাড়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওই ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

     

    গ্রেপ্তারবকৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ