প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ২:২৯:১০ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো চৌহালী এস.বি.এম কলেজের চারশত নবীন শিক্ষার্থীকে।
বুধবার (১লা ফেব্রুয়ারী) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।, শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও,
চৌহালী এস.বি.এম কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, এস.বি.এম কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম.এ আরিফ সরকার, অফিসার্স ইনচার্জ মোঃ হারুন আর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ হজরত আলী মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, আবু নজির মিয়া, চৌহালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবউদ্দিন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকুনুজ্জামান রুকু, সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ আলমগীর শিকদার, সাধারণ সম্পাদক আরিফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সরকার, খাষপুকুরিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আবু দাউদ রানা ও ইউনিয়ন আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইমরুল হাসান সিকদার প্রমুখ।,
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন বলেন, চৌহালী এস.বি.এম কলেজ চৌহালী উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।,
আলোচনা পর্ব শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷