• সারাদেশ

    সুজানগরের নাজিরগঞ্জ থেকে মাদকদ্রব্য গাঁজা সহ একজন আটক

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৪৭:২৫ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:

     

    পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০১/২/২০২৩ তারিখ সুজানগর থানাধীন নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামস্থ মোঃ মিঠু প্রাং পিতা-মোঃ মধু প্রাং এর বাড়ীর অনুমান-৫০ গজ পূর্বে পাকা রাস্তার উপর হইতে ৩০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত: আদালতে সোপর্দ করা হয়েছে।

     

    মাদক ব্যবসায়ী হলোঃ

    ১. মোঃ শিখন প্রাং (২৩), পিতা-মোঃ রহমান প্রাং গ্রাম- শ্রীপুর, থানা-সুজানগর, জেলা :- পাবনা।

    তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ