• সারাদেশ

    চেয়ারম্যান সম্মাননা পেলেন মাসুম বিল্লাহ

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪৯:৫৫ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    বীমা পেশায় বিশেষ অবদান রাখায় ‘চেয়ারম্যান’ সম্মাননায় ভূষিত হলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর জেনারেল ম্যানেজার পাবনার সাঁথিয়ার সন্তান মোঃ মাসুম বিল্লাহ।

     

    বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার জারা কনভেনশন সেন্টারে প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারের নিকট সম্মাননা প্রদান করেন তিনি।

     

    সম্মেলনে অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: সামছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা এটি এম হামিদুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা রহিমউদ্দৌলা চৌধুরী।

     

    সম্মাননা গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মাসুম বিল্লাহ জানান, পৃথিবীর প্রত্যেকটি দেশে বীমা বাধ্যতামূলক। বীমার মাধ্যমে ব্যাক্তি সমাজ জাতি তথা দেশের সুরক্ষা বলয় তৈরী করা হয়। বাংলাদেশ বর্তমানে জীবনবীমার যুগে প্রবেশ করেছে। আমরা জনগণের আস্থার জায়গাটা মজবুত করে বাংলাদেশকে সুরক্ষিত বীমার বলয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপান্তরিত করব।

     

    সম্মাননা পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে তার সহকর্মী ও ভক্তগণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ