প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:২২:০৮ প্রিন্ট সংস্করণ
শরিফুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গতকাল ০৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, এসআই(নিঃ)তানভীর রহমান, এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান, এএসআই(নিরস্ত্র)মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার আতাইকুলা ও সুজানগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৭০ পিচ ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার কৃত আসামিরা হলেনঃ
১। মোঃ রাসেল প্রামানিক(৩০) পিতা-মোঃ নজির প্রামানিক গ্রামঃ-জাফরাবাদ
ইউপি- গয়েশপুর
থানা-পাবনা সদর জেলা-পাবনাকে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয় এবং মাদক ব্যবসায়ী
২। মোঃ হাফিজ মোল্লা (৩৫) পিতা-মৃত মিরাজ মোল্লা গ্রামঃ-হুদারপাড়া থানা-সুজানগর
জেলা-পাবনাকে মাদক দ্রব্য ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আতাইকুলা ও সুজানগর থানায় পৃথক পৃথক মামলা রুজু করে আদালতে পেরন করা হয়েছে।