• সারাদেশ

    ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কালীগঞ্জ উপজেলার নিবর্চন অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৩:৪৩ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

     

    বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কালীগঞ্জ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টিভ এ্যাসোসিয়েন(ফারিয়া) কালীগঞ্জ উপজেলার শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

     

    আজ ০৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ০৭ ঘটিকার সময় কালীগঞ্জ আজাদ কমিউনিটি সেন্টারে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

     

    নির্বাচনে তিনটি প্রার্থীর নির্বাচন সরসরি ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।সভাপতি হিসেবে দুই জন প্রার্থী প্রতিদ্ধিতা করেন, সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, ওয়ান ফার্মা,বিশ্বজিৎ আর্চার্য্য, এলকো ফার্মালিঃ,সাধারণ সম্পাদক হিসেবে দুই জন, জাহাঙ্গীর হোসেন,অপসোনিন ফার্মাসিডিউকেল,হাসান মাহমুদ, রেনেটা ফার্মাসিডিউকেল,সাংগঠনিক সম্পাদক হিসেবে দুই জন প্রার্থী আবুল হাসনাত, ইবনে সিনা ফার্মাসিডিকেল,অপর প্রার্থী কার্তীক নন্দী,ফার্মাসিয়া ফার্মাসিডিকেল।

    সর্বমোট ১২৬ জন ভোটার এর মধ্যে ১১৩ জন ভোটার ভোটাধিকার ভোট প্রযোগ করছেন। বিনা প্রতিদ্ধিতায় কোষাদক্ষ হিসেবে আব্দুল মজিদ নির্বাচিত হয়েছেন।তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বী হিসাবেনির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।

     

    সভাপতি হিসেবে আমির হোসেন পেয়েছেন ৭২ ভোট পেয়েছেন

    বিশ্বজিৎ আর্চার্য্য পেয়েছেন ৩৯ ভোটপেয়েছেন।

    সাধারণ সম্পাদক হিসেবে হাসান মাহমুদ পেয়েছেন পেয়েছেন ৭৪ ভোট পেয়েছেন।

     

     

    জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৩৮ ভোট পেয়েছেন।

    সাংগঠনিক সম্পাদক হিসেবে আবুল হাসনাত পেয়েছেন ১০৩ ভোট পেয়েছেন

     

    কার্তীক নন্দী পেয়েছেন ১১ ভোট পেয়েছেন।

     

    ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিযা) কেন্দ্রীয় কমিটিকে ও গাজীপুর জেলা কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।

     

    নির্বাচন কমিশনার হিসাবে ০৭ জন ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন মোঃ মাজাহারুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, কাজী মোঃ সেলিম, নুরনব্বী,নজরুল ইসলাম, শফিক ইসলাম, মোঃআবু তালেব

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটাররা

    বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটের মধ্যে দিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন,কোন রকম গন্ডগোল ছাড়া ফারিয়ার ভোট সম্পন্ন করতে পেরে,আমি নির্বাচন কমিশন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ করা যেতে পারে যে নির্বাচন পর্যবেক্ষন করার জন্য,কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট কালীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ রানা,সহ সভাপতি মোঃ সালাউদ্দিন, অনুপুম দাস,সদস্য সহ- সভাপতি আলামিন নির্বাচন পর্যবেক্ষক এর দ্বায়িত্ব পালন করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ