• সারাদেশ

    শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপ্রতি নির্বাচিত হওয়ায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের আনন্দ র‍্যালি

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:০৭:৫০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপ্রতি নির্বাচিত হওয়ায় পাবনায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় পাবনার কাশিনাথপুরে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। কাশিনাথপুর বিজ্ঞান স্কুল এ আনন্দ র‍্যালি আয়োজন করে।

     

    বেলা ১১ টায় কাশিনাথপুর ফুলবাগান মোড় প্রদক্ষিত করে এ র‍্যালি। বিজ্ঞান স্কুলের হাজারো শিক্ষার্থী এ র‍্যালিতে অংশগ্রহণ করে।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা.  আমিরুল সানুর সভাপতিত্বে, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এর নেতৃত্বে এ আনন্দ র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

     

    র‍্যালি শেষে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল সানু বলেন – আমরা অত্যন্ত আনন্দিত। এটা পাবনাবাসীর সৌভাগ্য যে পাবনার কৃতি সন্তান জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপ্রতি মনোনিত হয়েছে। তিনি অত্যন্ত দক্ষ ও পরিশ্রমি মানুষ, তার দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন কিছুদিন আগেও আমরা পাবনার কৃতি সন্তান মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকুকে তার যোগ্য মর্যাদা দিয়েছেন । এটা আমাদের চরম সৌভাগ্য।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের অভিভাবক সদস্য মোখলেছুর রহমান মুকু ও রিজু প্রমুখ।

     

     

    উল্লেখ্য সাহাবুদ্দিন চুপ্পু পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগে বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্ব জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনে একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে তিনি পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রহ পরিষদের আহ্বায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু হত্যার পর তিনি দীর্ঘ ৩ বছর কারাগারে বন্দি ছিলেন। ১৯৮২ সালে তিনি বিসিএস বিচার বিভাগে যোগদান করেন। ৯৫ সালে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় নিযুক্ত কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ