প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
র্যাব-১১, সিপিসি-১ এর অভিযানে রূপগঞ্জের চাঞ্চল্যকর শিশু ধর্ষণের পর হত্যা করে ১৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নাজিমউদ্দীনের নাজিমুদ্দিনকে র্যাব-১১ গ্রেফতার করেন।
অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব। তা’ছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য ছায়া তদন্ত করে আসছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি ২০০৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় এবং শিশু ভিকটিমকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় ভিকটিমের মা ছালেহা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২৫, তারিখ-১৪/০১/২০০৬ ইং তারিখে। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আসামী মোঃ নাজিম উদ্দিন (৪৬) এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃন্ড্যুদন্ডে দন্ডিত করেন।
উল্লেখিত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র্যাব-১১, সিপিসি-১ এর আভিযানে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ নাজিম উদ্দিন (৪৬)পিতা- শাহজাহান, সাং- বিরাব, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ তাকে ঢাকা জেলার ধামরাই থানাধীন ডেমরান হাটিপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
প্রাথমিক অনুসন্ধান ও মামলা সূত্রে জানা যায়, মামলার ঘটনারদিন অর্থাৎ ১৩ জানুয়ারি ২০০৬ তারিখ আসামী মোঃ নাজিম উদ্দিন শিশু ভিকটিমকে ধর্ষণ পূর্বক শ্বাসরোধে হত্যা করে এবং ১৪ জানুয়ারি ২০০৬ তারিখ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বিরাব এলাকার বাঁশঝাড় থেকে শিশু ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীকে ১৭-০২-২০২৩ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।