• সারাদেশ

    সুজানগরে নছিমনের ধাক্কায়  নিহত-১ আহত-২

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৩:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ রফিকুল ইসলাম  স্টাফ রিপোর্টার:

    আজ ২০/০২/২০২৩ ইং তারিখ রোজ সোমবার সকালে বেলা আনুমানিক ৮.১৫ ঘটিকার সময় খলিলপুর হইতে নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে আসা একটি নছিমন গাড়ি দ্রুতগতিতে আসিয়া প্রথমে নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডের পূর্বদিকে অবস্থিত মুন্সি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে টমেটো বহনকারী মোঃ শফিক শেখের ব্যাটারী চালিতঅটো ভ্যানের পিছনদিক থেকে সজোরে আঘাত করলে ভ্যান চালক শফিক(৪২) ও আরোহী অজ্ঞাতনামা টমেটো ব্যাপারী ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে হাতেপায়ে জখম প্রাপ্ত হয় এবং ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় নছিমন চালক গাড়ীটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে গাড়ীটি চালাইয়া প্রথম ঘটনাস্থল হইতে আনুমানিক ২০০ মিটার পশ্চিমে নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে রাস্তায় অপেক্ষমান ভ্যান চালক নাঈম মোল্লার ভ্যানে ধাক্কা দেয়। ফলে ভ্যান চালক নাঈম মোল্লা (১৬) ভ্যান থেকে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন যায়গায় জখম প্রাপ্ত হয় এবং তার ভ্যানটি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং একই সাথে সে সময সুজানগর গামী ভ্যানচালক মোঃ সেলিম (৪০) পিতা মৃত ফয়েজ সেখ সাং ভাটপাড়া সাতবাড়িয়া সুজানগর পাবনা কে আঘাত করলে উক্ত সেলিম মারাত্মক জখম প্রাপ্ত হয় এবং তার ভ্যান গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং বিসমিল্লাহ মিটান্নভান্ডার নামক দোকানের সামনে থাকা একটি মিষ্টি রাখা শোকেস ভেঙে প্রায় আধামণ মিষ্টি সহ রাস্তার উপর পড়ে নষ্ট হয়। এ ছারাও জৈনক আকাই শেখের একটি ব্যাটারী চালিত অটো ভ্যানের সামনের অংশের ক্ষতি হয়। এদিকে উপস্থিত লোকজন নছিমন চালক মোঃ শাহিন (৩২)

    পিতা মোঃ আঃ কাদের

    সাং মহব্বত পুর সহ নছিমন গাড়ীটি আটক করতে সমর্থ হলেও সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নছিমন গাড়ীর মালিক মোঃ নজরুল ইসলাম সর্দার (৪০)

    পিতা সাত্তার সর্দার সাং বালিয়াডাঙ্গি থানা সুজানগর জেলা পাবনা নছিমন চালক সহ নছিমন গাড়ী নিয়ে যায়।

    স্থানীয় লোকজন গুরুতর আহত সেলিমকে চিকিৎসার জন্য সুজানগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করে বলে জানা যায় অপর আহতরা স্হানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেন।

    এদিকে তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে কামালপুর ও মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

    এ বিষয়ে কথা হয় সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নানের সাথে।

    তিনি বলেন এ বিষযে একটি দুর্ঘটনা জনিত মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে নছিমন গাড়ী সহ চালক কে উদ্ধার ও গ্রেফতারের প্রচেষ্টা চলমান।

    নিহত ও আহতদের পরিচয়ঃ

    মৃত সেলিম (৪০) পিতা মৃত ফয়েজ শেখ সাং ভাট পাড়া, সুজানগর, পাবনা

    আহত মোঃ শফিক শেখ (৪২)

    পিতা মোঃ আঃ জলিল শেখ সাং কালিকাপুর সুজানগর পাবনা

    মোঃ নাঈম মোল্লা (১৬) পিতা ফারুক মোল্লা সাং গোপালপুর সুজানগর পাবনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ