• সারাদেশ

    জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছাঃ ওয়াজেদ আলী 

      প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ৫:১১:১০ প্রিন্ট সংস্করণ

    জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
    জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

    জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল সোমবার (২৭ জুন)। প্রতিষ্ঠার শুরু থেকেই আরোপিত দায়িত্ব পালনে দারুনভাবে সফল জাকের পার্টি ছাত্রফ্রন্ট। আগামী দিনগুলোতে ছাত্র রাজনীতির ধারায় প্রকৃত পরিবর্তন সাধন করে দেশ গড়ায় ছাত্রদের আত্মনিয়োগে উদ্বুদ্ধ করবে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, এ কথা জোর দিয়েই বলা যায়।

     

    দেশের ছাত্র সমাজকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য যোগ্য নাগরিক হিসাবে বিকশিত করার চেতনায় উজ্জীবিত করনেই কাজ করছে জাকের পার্টি ছাত্রফ্রন্ট। ছাত্রদের নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানের সমাহারে নিজকে সমৃদ্ধ করার তাগিদই দেয় ছাত্র ফ্রন্ট।

     

    গৌরবোজ্জ্বল ২৬ বছর, উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ  জেলা শাখার পক্ষ থেকে জাকের পার্টির ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভানুধ্যায়ী জাকেরান আশেকান সহ সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন।

     

     

    শুভেচ্ছান্তে

    মো: ওয়াজেদ আলী 

    সভাপতি জাকের পার্টি ছাত্রফ্রন্ট সিরাজগঞ্জ জেলা।

     

    আরো পড়ুনঃকবিতা অহংকার – ডা. তোফাজ্জল হোসেন 

    আমাদের ফেজবুক পেজ 

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ