• সারাদেশ

    কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৩:৩৯ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে কালীগঞ্জে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লাখো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়েছেন ভাষা শহীদরা। ফুলে ফুলে ভরে গেছে স্কুল, কলেজ ও কালীগঞ্জের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার।

    মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি ২০২৩) প্রথম প্রহরে বিভিন্ন বয়সের নারী পুরুষ, তরুণ-তরুণী ফুল হাতে হাজির হয় শহীদ মিনার চত্বরে। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে।কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি স্মরণে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় ৷ এর আগে রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, মেহের আফরোজ চুমকি এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসসাদিকজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে বীর মুক্তিযুদ্ধা আবদুল মতিন সরকার এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাজী মেরাজুল করিম হামীম, সাধারন সম্পাদক ইকবাল ভান্ডারী, যুগ্ম সাধারন সম্পাদক নুরুজ্জামন ভূইয়া, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু, সাধারণ সম্পাদক ফরহাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানবীর মোল্লাহ, সাধারন সম্পাদক ওয়াহিদ হাসান, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ শফিকুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ, ফটো সাংবাদিক আমজাদ হোসেন ৫২র ভাষা শহীদদের স্মরণ স্মরণে বাংলা ভাষার শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ