• সারাদেশ

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর পুষ্পস্তাবক অর্পণ  

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:২১:৩৩ প্রিন্ট সংস্করণ

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার

     

    আজ মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে উদ্যোক্তা বান্ধব এফ কমার্স প্ল্যাটফর্ম ইপি- উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর আয়োজনে বিভিন্ন জেলায় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

     

    নাটোর জেলায় সকাল ৮ টায় ইপি – নাটোর টিম পুষ্পস্তাবক অর্পণ করে শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইপি

    নাটোর জেলা প্রতিনিধি মানসী পোদ্দার, নিভা রহমান, সহ প্রতিনিধি শ্রাবণী দাস, পপি আহমেদ সহ নাটোর জেলার উদ্যোক্তারা।

     

    এদিকে নারায়নগঞ্জে শহীদ মিনারে সকাল ৮:৩০ টায় পুষ্পস্তাবক অর্পণ করেন ইপি নারায়নগঞ্জ জেলা টিম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইপি- নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি মমতা রানী , সীমা আক্তার, মোঃ শাহজাহান আলী, হালিমা আক্তার, শাফুরা বেগম সহ নারায়নগঞ্জ জেলার উদ্যোক্তাগণ।

    এদিকে সকাল ৯ :১৫ মিনিটে ঢাকার মিরপুর এ ইপি-মিরপুর জোন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইপি মিরপুর জোন উপদেষ্টা ও ইপি- মডারেটর শিরিন রহমান, মডারেটর ও পাবনা জেলা প্রতিনিধি আফরোজা খাতুন অধোরা, মডারেটর ইলোরা মোস্তাফি রিমা, ইপি- মডারেটর ও কুমিল্লা জেলা প্রতিনিধি তাজমিনা আক্তার,মডারেটর সালমা আক্তার, মিরপুর জোন সহ প্রতিনিধি সালমা রহমান, মিরপুর জোন সদস্য অর্পিতা চৌধুরী, শাহিনা নিপু, তানিয়া আক্তার পাপড়ী সহ মিরপুর জোনের বিভিন্ন উদ্যোক্তাগণ।

     

    এডমিন রনি রহমান বলেন, আমাদের এটি যদিও একটি উদ্যোক্তাবান্ধব এফ কমার্স ও ই- কমার্স প্ল্যাটফর্ম তবে সব ভালো কাজের সাথে ইপি সব সময় ছিলো, আছে এবং ভবিষ্যতে থাকবে। ভবিষ্যতে ২১ শে ফেব্রুয়ারি,২৬ মার্চ,১৬ ডিসেম্বর এসব দিবসে আমরা বিভিন্ন ধরনের সেমিনার করবো। আজকের দিনে যাদের আত্বত্যাগের জন্য আজকের বাংলা ভাষা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ