প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২২:৪৫ প্রিন্ট সংস্করণ
মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:
২৫ ফেব্রুয়ারি,৪ শাবান,শনিবার, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বোয়ালী কাসিমূল উলুম মাদরাসা ও এতিমখানার উন্নতি কল্পে হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষ্যে দোয়ার মাহফিল অনুষ্টিত হয়েছে মাদরাসা মাঠে।
মাদরাসা পরিচালনা পরিষদ’র সভাপতি আব্দুল গণি ভূইয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন কালীগঞ্জ থানা অফিসার ইসচার্স আনিসুর রহমান,
প্রধান আলোচক হযরত মাওলানা এখলাছুর আনছারী বি-বাড়িয়া।
বিশেষ আলোচক ছিলেন
হাফেজ মাওলানা মুফতী ওমর ফারুক আজিজি ইমাম ও খতিব বোয়ালী কেদ্রীয় জামে মসজিদ,কালীগঞ্জ।
হাফেজ মাওলানা মুফতী আল আমিন ইসহাকী বোয়ালী নূরানী জামে মসজিদ,কালীগঞ্জ।
হাফেজ মাওলানা মঞ্জুরুল হক ছিদ্দিকী ইমাম ও খতিব,বর্তুল কেন্দ্রীয় জামে মসজিদ কালীগঞ্জ।
হাফেজ মাওঃ মুফতী জাহাঙ্গীর আলম আফিন্দী খতিব,বাইতুল ফালাহ জামে মসজিদ,সাভার।
সম্মানিত অতিথি ছিলেন তুমলিয়া ইউপি সদস্য মোঃমাহবুব।
উপস্থিত ছিলেন বোয়ালী কেন্দ্রীয় জামে মসজিদ’র সভাপতি মোঃ জাহিদুর রহমান নঈম, উত্তরসোম মিড়াপাড়া জামে মসজিদ’র সভাপতি মোঃ মোজাম্মেল ভূইয়া,
দোয়ার মাহফিল পরিচালনা করেন যৌথভাবে মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন লিঠু,কেন্দ্রীয় জামে মসজিদ’র সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান খান, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী,শত শত মুসুল্লী সাধারণকে নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করে দোয়া শেষ করেন।