প্রতিনিধি ২০ জুলাই ২০২২ , ৪:৩৬:২২ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বাবা সন্তোষ চন্দ্র দাস (৫০) এর মৃত্যু হয়েছে এবং একই ঘটনায় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে সঞ্জয় চন্দ্র দাস (২৫) আহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) সকালে উপজেলার জামতৈল গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে,
স্থানীয়রা জানান, সঞ্জয়ের বাবা একা একাই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করার জন্য ট্যাংকের ভিতরে নেমে পড়েন কিছু সময় পর তার কোন সাড়াশব্দ না পেয়ে সঞ্জয় তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভিতর নেমে পড়েন
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুল আওয়াল বলেন, টয়লেটের পুরোনো একটি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার কিছুক্ষণ পর সন্তোষ দাসের কোনো সাড়াশব্দ না পেয়ে তার ছেলে সঞ্জয়ও ওই ট্যাঙ্কে নেমে পড়েন। পরে সঞ্জয়কে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও সঞ্জয়ের বাবাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি,,
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সঞ্জয়ের বাবাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি তারা তদন্ত করে জানালে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।