• সারাদেশ

    শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের ঐতিহ্যের ৫০ বছরে সুবর্ণজয়ন্তী উদযাপন

      প্রতিনিধি ৩ মার্চ ২০২৩ , ১১:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদক:

     

     

    কাশীনাথপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ ইতিমধ্যে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। সুবর্ণ এই সময়টিকে স্মরনীয় রাখতে উৎসবমুখর আয়োজনে ৩রা ও ৪ঠা মার্চ পালিত হচ্ছে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।

     

    আজ শুক্রবার ৩ মার্চ ২০২৩ খ্রি. প্রথম দিনের অনুষ্ঠানে সকাল ১০.০০ ঘটিকার সময় সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য র‌্যালি করা হয়। র‍্যালিটি কাশিনাথপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিত হয়ে পুনরায় শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজে ফিরে আসে।

     

    এরপর প্রথমে কুরআন তেলায়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরে জাতীয় সংগীত গাওয়া হয়, এরপর শহীদ নুরুল সহ সকল শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

     

     

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাথিঁয়া উপজেলা নির্বাহী অফিসার ও শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের সভাপতি জনাব মাসুদ হোসেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, সম্মানিত ভাইস চ্যান্সেলর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

     

    আগামিকাল শনিবার ৪ মার্চ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ও ৬৮ (পাবনা — ০১) আসনের সম্মানিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি মহোদয়।

     

     

     

     

    জাকজমকপূর্ণ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আহ্বায়ক এর দায়িত্ব পালন করছেন কাশীনাথপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মীর মঞ্জুর এলাহী এবং সদস্য সচিব হিসেবে সার্বিক দায়িত্ব পালন করছেন তরিত কুমার কুণ্ডু অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যার নামে এই কলেজ শহীদ বীর মুক্তিযোদ্ধা  নূরুল হোসেন বাঁশি এর পরিবারের এবং অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের পরিবারবর্গ।

     

    আরও উপস্থিত ছিলেন কাশিনাথপুর যুবসমাজের অহংকার বিশিষ্ট সমাজসেবক মো. মীর ইশতিয়াক এলাহি টুটুল, কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কুদ্দুস, কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর কবির খান রুবেল।

    উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র কলেজের শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী ও কর্মচারীসহ বিভিন্ন স্তরের জনগন উপস্থিত ছিলেন। প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতি চারণ ও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রদের সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় পরিবেশে দিনটি পালন করা হয়।

     

    উল্লেখ্য আগামীকাল ৩রা মার্চ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে র‍্যাফেল ড্র অতিথি শিল্পিদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ