• সারাদেশ

    জাকের পার্টির উদ্যোগে তাড়াশে ইসলামী জলসা

      প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ১:৫৯:৫৭ প্রিন্ট সংস্করণ

     

    জাকের পার্টির উদ্যোগে ৩রা মার্চ শুক্রবার তাড়াশের গুড়মায় ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

     

    ইসলামী জলসার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় বাদ আছর থেকে।

    নফল ইবাদত বন্দেগী , কালামে পাক ,মোরা কাবা মোশাহেদা ,জিকির আজকার ,মিলাদ কিয়াম ও ওয়াজ নসিহত হয়।

     

    ইসলামী জলসায় আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আরটিভি ,মাইটিভি আলোচক জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক , জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব মুফতী মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেব।

     

    ইসলামী জলসায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাত করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ