প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ৮:২০:৫৯ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার ব্রাহ্মণগাও খেলার মাঠে এম্পারার কিন্ডার কেয়ার অ্যান্ড হাই স্কুলের ইয়ার হলিডে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার ব্রাহ্মণগাও মাঠে এম্পারার কিন্ডার কেয়ার এন্ড হাইস্কুলে উদ্বেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। আরো উপস্থিত ছিলেন এম্পারার কিন্ডার কেয়ার এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ- আলামিন মিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেনঃ- মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ তোফায়েল আহমেদ আলমাছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ- সরকারি মুড়াপাড়া কলেজের প্রফেসর মিয়াজ উদ্দিন, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মমতাজ বেগম।
আরো উপস্থিত ছিলেনঃ- মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ হোসেন মোল্লাসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন ইউসুফসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী ও গার্জিয়ান বৃন্দ্র।
পরে অনুষ্ঠানের বিজয়ী প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের তোফায়েল আহমেদ আলমাস সহ অতিথিবৃন্দরা।