প্রতিনিধি ৭ মার্চ ২০২৩ , ৮:১৮:৫৪ প্রিন্ট সংস্করণ
মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ জুয়া খেলা অবস্থায় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ
উলিপুর থানা পুলিশ কর্তৃক গত ০৫ মার্চ ২০২৩ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন ধরনীবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খৈ খুঁটিরপাড় গ্রামস্থ ছুঁইয়ার ভিটা নামক স্থানে ডাবুর মাধ্যমে টর্চ লাইটের আলোতে বসে জুয়া খেলা।
গ্রেফতার কৃতরা হলেন উলিপুরের নতুন অনন্তপুর এলাকার মোঃ সিরাজুল ইসলাম (৪৫), মোঃ নুর আলম (৪০), মোঃ বুলবুল আহম্মেদ (৪০), মোঃ মকরুল ইসলাম (৫৫), মোঃ ছটকু পাগলা (৫৫), মাদার টারি ধরণীবাড়ি এলাকার মোঃ ফরহাদ হোসেন (২০), ও কৈকারকুটি এলাকার মোঃ নুরজামাল (২০) দের জুয়া খেলা অবস্থায় একটি কালো রংয়ের ডাবু, জুয়া খেলার ৬টি গুটি, জুয়া খেলায় ব্যবহৃত একটি ফদ্দ, একটি টর্চ লাইট, একটি পুরাতন চট, জুয়া খেলার নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।