প্রতিনিধি ২৮ জুলাই ২০২২ , ৮:০৪:৩৯ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলামনস্টাফ রিপোর্টারঃ
পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, পাবনা থানা, পাবনা মহোদয়ের নির্দেশ মোতাবেক এস আই মোঃ আরিফুল ইসলাম
, পাবনা থানা, পাবনা সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৭ জুলাই, ২০২২ তারিখ অপরাহ্নে পাবনা থানাধীন মাসুম বাজার এলাকা হতে মানসিক প্রতিবন্ধী অরিন্দম ঘোষ(২২) পিং- মৃত নিরোদ ঘোষ, মাতা- উলুপি ঘোষ, সাং – ছিলাধর চর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে উদ্ধার পূর্বক অদ্য ২৮ জুলাই, ২০২২ তারিখ দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় পাবনা থানায় তার নিজ বাড়ী হতে আগত মাতা উলুপি ঘোষ ও ভাই অভিলাষ ঘোষ এর নিকট হস্তান্তর করেন। সন্তান নিখোঁজ হওয়ার পর দিশেহারা মা ও পরিবারের লোকজন অরিন্দম কে ফিরে পেয়ে আনন্দিত।