• সারাদেশ

    পবিত্র লাইলাতুল বরাতে ইসলামী সম্মেলন

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ১:০২:৪০ প্রিন্ট সংস্করণ

     

    জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নির্দেশে মঙ্গলবার পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে জাকের পার্টির উদ্যোগে তাড়াশে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বাদ মাগরিব নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র লাইলাতুল বরাতের অনুষ্ঠানমালা।

     

    পবিত্র লাইলাতুল বরাতের ইসলামী সম্মেলনে তাড়াশ উপজেলা জাকের পার্টি ও জাকের পার্টির সহযোগী সংগঠন সমূহের নেতা ,কর্মী সমর্থক , শুভানুধ্যায়ী , শান্তিকামী মুমীন , মুসলমান উপস্থিত ছিলেন।

     

    মহিমান্বিত এই রজনীতে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল এবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরকাবা মোশাহেদা, জেকের আসকার, পবিত্র রজনীর তাৎপর্য্য আলোকপাত করে ওয়াজ নসিহত এবং সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠার তাগিদ জানানো হয় সন্মেলন থেকে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ