• সারাদেশ

    জবি পিডিএফের প্রথম নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা 

      প্রতিনিধি ১০ মার্চ ২০২৩ , ১০:০২:৪৫ প্রিন্ট সংস্করণ

     

     

    প্রথমবারের মত ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন ( পিডিএফ ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ মার্চ (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয় সকাল সাড়ে ১১ টায়।

     

    এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দানে বক্তব্য রাখেন শিক্ষকমণ্ডলী ও অতিথিবৃন্দ। নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিদের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে পিডিএফ-এর কার্যক্রম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিতকরণের নানা পদক্ষেপ।

     

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, যে রুটের বাসে প্রতিবন্ধী শিক্ষার্থী থাকবে তাদের জন্য রাম্প এর ব্যবস্থা করবো৷ মাননীয় সরকার বিভিন্নভাবে কাজ করছেন কিভাবে তাদের সাহায্য করা যায়। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক তাদেরকে সহযোগিতা করবো। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয়ে যে যার অবস্থান থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রগতির জন্য অবদান রাখবে ।

     

    জবি পিডিএফ-এর উপদেষ্টা মণ্ডলীর আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ শহিদুল হক বলেন, পিডিএফ জবি শাখার নানাবিধ কার্যক্রমের জন্য জবি ক্যাম্পাস প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হয়ে উঠেছে। তাদের জন্য নতুন ভবনে রাম্পের ব্যবস্থা করা হয়েছে; যা নতুন ক্যাম্পাসেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

     

    জবি পিডিএফের সহ-সভাপতি জান্নাতুল আফরিন নিম্মির সঞ্চালনায় ও জবি পিডিএফ-এর প্রধান উপদেষ্টা এবং ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে পিডিএফ জবি শাখার বিভিন্ন কার্যক্রমের প্রামাণ্য চিত্র তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর বর্তমান সভাপতি অন্তরা ইসলাম।

     

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আব্দুল বাকী ( উপ-উপাচার্য, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান। উপস্থিত ছিলেন জবি পিডিএফ-এর উপদেষ্টা মন্ডলীর সদস্য সচিব রাজেশ কুমার দেব ও সদস্য সচিব শাহ মোঃ আজিমুল এহসান।

     

    এছাড়াও উপস্থিত ছিলেন পিডিএফ জবি শাখার সাবেক সভাপতি পার্থ রায়, রাকিব হাসানসহ পিডিএফ এর অন্যান্য এক্সিকিউটিভ সদস্য ও ভলেন্টিয়ারবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ