প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ২:৩৪:২৫ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদক:তোমার জন্ম হয়েছিলো বলে পেয়েছি স্বাধীনতা, তোমায় জন্ম দিয়ে গর্বিত মাতা-পিতা। গর্বিত মোরা তোমায় পেয়ে ওগো মহান নেতা,তোমার স্মৃতি আজও এই হৃদয়ে গাঁথা।তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমায় ভোলার আগে যেন চলে যায় এ প্রাণ। তুমি এই বাংলার দামাল ছেলে যাকে ভোলা যায়না, তুমি এই বাংলার স্বাধীনতা যাকে মোছা যাবেনা।
বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির স্থপতি। বঙ্গবন্ধু ছাড়া যেন বাংলাদেশকে ভাবা যায় না। তিনি এমন একজন নেতা যে বাংলাদেশে হয়তো কোনদিন আসবেনা। ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে শেখ পরিবারের জন্ম হয় খোকার। খোকা ছোট বেলা থেকেই ছিলেন জন দরদি। কখন নিজের চাদর দিয়ে ভিক্ষুক বৃদ্ধা কখনও বা বৃষ্টির দিনে ছাতা দিয়ে বন্ধুকে সহযোগিতা করতেন। তিনি ছিলেন একজন প্রকৃত মানুষ, জাত, ধর্ম, বর্ণ নয় মানুষ হিসেবে সকলকে চিন্তা করেছেন।
সেই মহান নেতার আজ ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস। নগরবাড়ি মেরিটাইম স্কুলে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করে। বেলা ১০ টায় পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা। স্কুলের একাধিক শিক্ষক বঙ্গবন্ধুকে নিয়ে তাদের অভিব্যাক্তি ব্যাক্ত করেন। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে অঙ্কন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নগরবাড়ি মেরিটাইম স্কুলের প্রধান শিক্ষক মো. এম এ হাসেমের সভাপতিত্বে আলোচনা ও দোয়ার মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিনের কেক কাটা হয়।