প্রতিনিধি ২৯ জুলাই ২০২২ , ৮:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ
পাবনার সাঁথিয়া পৌরসভা ধীন তাঁতী পাড়া শটসার্কেট আগুনে পুড়ে ছাই হয়েছে একটি তাঁত কারখানা সেখানে ছিল ২০ টি বিদ্যুত চালিত পাওয়ার লুম।
আজ বিকেল ৩ টার দিকে সাঁথিয়ায় তাতীঁ পাড়া সুলতান প্রারামিক এর একটি তাঁত কারখানা শটসাকেট আগুন ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ও সাঁথিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
সুলতান প্রারামিক বলেন আমার এই অগ্নিকাণ্ডের ৬০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন আমি ইসলামী ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা সি সি লোন ও সুতার মহাজনের কাছ থেকে ৯ লক্ষ টাকা বাকিতে সুতা ও কাঁচামাল কিনেছি। আমি এখন দিসেহারা