প্রতিনিধি ৫ আগস্ট ২০২২ , ৭:৩০:০৮ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে শেখ কামাল এর ৭৩তম জন্মদিনে দশ ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে নীলফামারীতে।
পুষ্পমাল্য অর্পণ ছাড়াও আলোচনা সভা এবং দশ ক্রীড়া সংগঠককে সম্মাননা প্রদান করা হয় জন্মবার্ষিকীর অনুষ্ঠানে।
শুক্রবার সকাল দশটার দিকে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, ক্রীড়া সংস্থা, নীলফামারী পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে।
পরে স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
এতে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
অনুষ্ঠানে সফল সাবেক ক্রীড়াবিদ হিসেবে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, হামিদুর রহমান চৌধুরী, হবিবর রহমান চৌধুরী, মাহাবুল ইসলাম, আজগর আলী, মীর আহমেদ আলী বাবু, নজমুল ইসলাম মজনু, বেলাল হোসেন, আব্দুল আজিজ ও হাফিজুর রহমান হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।