• সারাদেশ

    রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের নতুন উপদেষ্টাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ। 

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৩:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক :- আলোকিত বার্তা ৭১,স্টাফ রিপোর্টার। 

     

    নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর নতুন করে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হন, ডিকেএমসি হসপিটাল এর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম ও রুপগঞ্জ উপজেলা সমাজসেবক মো: জাব্বার মিয়া।

     

    তারা রংতুলি ব্লাড ফাউন্ডেশন এর কার্যক্রমে ভবিষ্যৎ সুন্দর সমাজের আশাবাদী হন এবং সংগঠন এর পরিচালক মো: রাফসিন হোসাইন শরিফ তাদের কাছে দাবি রেখেছেন তারা যেনো সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে সুখে-দুঃখে সব সময় সংগঠন এর পাশে থাকে।

     

    আরো জানিয়েছে উপদেষ্টাদের দিকনির্দেশনায় রংতুলি ব্লাড ফাউন্ডেশন একদিন এদেশের অসহায় মানুষের আস্থার প্রতিক হয়ে উঠবে ও রংতুলি ব্লাড ফাউন্ডেশন এর সকল সদস্যদরা উপদেষ্টা মন্ডলীর দিকনির্দেশনা অনুযায়ী চলবে।

     

    পরে ফুল দিয়ে রংতুলি ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠন এর পরিচালক মো: রাফসিন হোসাইন শরিফ। এ সময় সাথে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রবিন খান, সহ সভাপতি তাসিন হাসান কাউছার, রাব্বি শিকদার, সাধারণ সম্পাদক মোঃ অলি-উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক, সজিব ভুইয়া, সৌরভ, রাকিব, হোসাইন,সাব্বির, সামায়েল পিয়াস, দিপু, হাসান মাহমুদ, আদনান মোল্লা অপু সহ সংগঠনের অনেকেই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ