প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৭:১৪:২৮ প্রিন্ট সংস্করণ
মিজানুর রহমান কাজল :
কাশিনাথপুর ইউনিয়ন এর এদ্রাকপুর মৌজার হেদায়েত গ্রামের রেলওয়ের বাইপাস সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে রাস্তার এমন হাল বলছে এলাকাবাসী সরেজমিনে গিয়ে দেখা যায়। কাশিনাথপুর ডাবতলা থেকে কাশিনাথপুর রেলওয়ের সড়কের হেদায়েত গ্রামের মোড়ে এমন ভাবে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকা বাসী ধারণা করছে রাস্তার ভেতর দিয়ে ইদুরের গর্ত থাকায় সেখান দিয়ে পানি গিয়ে এমনটা হয়েছে।
এ ব্যপারে ২ নং ওয়ার্ড এর মেম্বার সাজিবুল হাসান সুজন বলেন- দুই পাশের ভাঙ্গা রাস্তা লোক ও গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো এক্সিডেন্ট না হয়, রেলস্টেশনে যাওয়ার জন্য রাস্তার ডান পাশে জায়গা রয়েছে,পাশ দিয়ে একটু সাবধানে যেতে পারবে। রেল কতৃপক্ষকে বিষয় টা জানানো হয়েছে, ইনশাআল্লাহ খুব তারাতারি সমাধান হবে।