• সারাদেশ

    পাবনা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা।

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৮:০৭:০২ প্রিন্ট সংস্করণ

     

     

     

     

     

     

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার

    পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আকবার আলীর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২৩ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হল।

    উক্ত মত বিনিময় সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পুলিশ সুপার মহোদয় মতবিনিময় করেন।

     

    মতবিনিময়কালে মাননীয় পুলিশ সুপার আসন্ন দুর্গাপূজা ২০২৩ এ সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথভাবে উদযাপন উপলক্ষে এবং আইন শৃংখলা সংক্রান্তে জেলা পুলিশ, পাবনা কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয় উল্লেখ করেন। উক্ত সভায় জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ