প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ১০:২৮:৫৯ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার
আজ ০৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। চাকরী জীবন সমাপ্ত করে আজ পাবনা জেলা পুলিশের সর্বমোট ০৫ জন সদস্য পিআরএল এ গমন করেন তন্মধ্যে ০১ জন পুলিশ পরিদর্শক ছিলেন। পিআরএল এ গমনকৃত সদস্যের নাম হলোঃ
পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ রবিউল ইসলাম, পুলিশ লাইন্স, পাবনা ।
কনস্টেবল/২২৪ মোঃ আব্দুস সামাদ, ভাঙ্গুরা থানা, পাবনা ।
কনস্টেবল/৪৫৪ মোঃ মোতালেব হোসেন, কাশীনাথপুর ট্রাফিক, পাবনা ।
কনস্টেবল/৪২৭ মোঃ আশরাফুল ইসলাম, ওআর সদর, পাবনা ।
কনস্টেবল/৩৭৯ মোঃ আব্দুস ছাত্তার, সদর কোর্ট, পাবনা।
বিদায়কালে তাদেরকে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ সুপার, পাবনা।
দ্বিতীয় পর্বে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ১২:০০ ঘটিকায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) কল্লোল কুমার দত্তকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে মত বিনিময় হয়। সভার শুরুতেই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন।
পুরস্কার প্রাপ্তরা হলেন:
শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল), পাবনা।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, সাঁথিয়া থানা।
বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ আব্দুর রউফ, পুলিশ পরিদর্শক (নিঃ), ইনচার্জ, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি, পাবনা।
বিশেষ পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদ তুহিন, পুলিশ পরিদর্শক (নিঃ), জেলা গোয়েন্দা শাখা, পাবনা।
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কারও হয়েছেন মোঃ মুকুল মিয়া, এসআই(নিঃ), ঈশ্বরদী থানা।
বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ খাইরুজ্জামান, এসআই (নিঃ), পাবনা থানা, পাবনা।
বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম, এসআই (নিঃ), পাবনা থানা, পাবনা।
বিশেষ পুরস্কার পেয়েছেন এসআই(নিঃ) সাগর কুমার সাহা ও কনস্টেবল/রিমন, জেলা গোয়েন্দা শাখা, পাবনা।
শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ), আমিনপুর থানা, পাবনা।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল), কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল), মোঃ হাবিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সহ পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।