প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৩:২২:০৪ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার : আমিনপুরে ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ। ১১ই অক্টোবর রাত ১ টায় আমিনপুর থানাধীন বাধেরহাট রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ১১ই অক্টোবর রাতে আমিনপুর থানার উপ- পরিদর্শক শাহাদাত হোসেন এর নেতৃত্ব টহলরত একটি দল বাধেরহাট রেল স্টেশনের পাশে কিছু ব্যক্তির চিৎকার শুনতে পেয়ে সেখানে পৌছায়। সেখানে উপস্থিত হয়ে দেশীয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য কে গ্রেফতার করে ও ভুক্তভোগী ( ডাকাতদের আক্রমণের শিকার) ২ জন উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো:-
সেলিম মোল্লা, পিতা- মোশারফ, সাং- হরিদেবপুর
রাকিব খাঁ,পিতা- ইসহাস, সাং- নয়াবাড়ি
জাহাঙ্গীর (শাহিন), পিতা- মুক্তার, সাং- আহাম্মাদপুর
জান্নাতুল মাওয়া, পিতা- মজনু,সাং- স্লুইস গেট
জুয়েল শেখ,পিতা- রাজেক শেখ, সাং- কাবাসকান্দা। এসময় তাদের নিকট থেকে চাকু, লোহার রড,প্লাস্টিকের পাইপ ও দড়ি উদ্ধার পুর্বক জব্দ করেছে আমিনপুর থানা পুলিশ।
ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার করায় প্রশংসার জোয়ারে ভাসছে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বাধীন আমিনপুর থানা পুলিশ।