• সারাদেশ

    রাজবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা

      প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৩ , ৭:৪৯:০৮ প্রিন্ট সংস্করণ

     

    রাজবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

     

    বৃহস্পতিবার (১৯ শে জানুয়ারি) রাত পৌণে দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বার্থা গ্রামে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার এক পর্যায়ে স্বামী আব্দুল লতিফ কাজী (৩৫) তার স্ত্রী বিউটি বেগমকে (৩০) ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গলা কেটে গুরুতর জখম করে এবং ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যায়।

     

    রাজবাড়ী সদর থানার এস আই আবুল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে আমরা বিউটি বেগম এর মরদেহ তার বিছানা থেকে উদ্ধার করেছি। তার স্বামী আব্দুল লতিফ কাজী পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

     

    আলোকিত/এসআর

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ