প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১৭:৫৬ প্রিন্ট সংস্করণ
মো.ইব্রাহীম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন এর ৩৯তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর সারাদেশে ২২ দল কর্তৃক আহুত হরতালের মিছিলে নেতৃত্ব প্রদানের সময় কালীগঞ্জ থানার সামনে তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের লেলিয়ে দেওয়া কতিপয় সন্ত্রাসী তার ওপর স্বসস্ত্র হামলা চালালে তিনি ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। এই নির্মম হত্যাকান্ডে সমগ্র জাতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে শহীদ ময়েজউদ্দিন এর আত্মদান ক্রমে ক্রমে গণতন্ত্র পুনঃরুদ্ধারের সংগ্রামকে কাংখিত লক্ষ্যে পৌছে দেয়।
গাজীপুর তথা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আত্মদানকারী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের নিবেদিত প্রাণ সংগঠক, প্রথিতযশা আইনজীবি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবক হিসেবে ময়েজউদ্দিন সুপরিচিত ছিলেন। তাঁর পুরো নাম মোহাম্মদ ময়েজউদ্দিন। তিনি বর্তমান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেছিলেন। ময়েজউদ্দিনের পিতার নাম মো. ছুরত আলী আর মাতার নাম শহর বানু।
দেশ মাতৃকার জন্য জীবনদানের গৌরবময় উজ্জলতায় মত্যু পরবর্তী সময় থেকে তিনি শহীদ ময়েজউদ্দিন নামে সমধিক পরিচিত। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গৌরবময় ভুমিকা রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদকে’ ভুষিত করে।
শহীদ ময়েজউদ্দিনের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এদিন কালীগঞ্জের বিভিন্ন মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মের উপসনালয়ে ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠান করা হবে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কালীগঞ্জ আর. আর. এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।