• সারাদেশ

    প্রদীপ্ত সাঁথিয়া ও রক্তদান ইউনিট এর মত বিনিময় সভা অনুষ্ঠিত 

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৪ , ৪:০৯:৩৬ প্রিন্ট সংস্করণ

    প্রদীপ্ত সাঁথিয়া ও রক্তদান ইউনিট এর মত বিনিময় সভার আজকের চিত্র 

     

    আবু-জায়েদ স্টাফ রিপোর্টার:

     

    মানবসেবায় যাদের কাঁদে প্রাণ, অর্থকরি কি থাকে। সামান্য সুখে হয় অনেক বেশি আনন্দিত এ নিজ প্রাণ। ঘরে খেয়ে বণের মোষ তাড়ানো, স্বেচ্ছাসেবক হিসেবে একদল যুবকের একাগ্রতায় ও একজন মানবিক ব্যক্তির নেতৃত্বে সাঁথিয়া উপজেলায় সেবক হিসেবে নিজেকে উজার করে দেন তারা।

     

    রক্তদাতা ও প্রদীপ্ত সাঁথিয়ার প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ এর সভাপতি এ শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল-মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ আলম।

    প্রধান অতিথি জানান, প্রদীপ্ত সাঁথিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপের মাধ্যমে উপজেলার সকল তথ্য সহজে সকলে আদান প্রদান করা ও বিভিন্ন সমস্যা প্রশাসনের মাধ্যমে আঁধারে প্রদীপের শিখায় আলোকিত হয়েছে। তিনি বিশ্বাস করে প্রবীণ নবীবের নেতৃত্বে আরো আগয়ান হবে পুরো দেশ।

    সংগঠনের সভাপতি নূর-মোহাম্মাদ জানান, এ নবীন তরুণদের সহযোগিতায় পুরো সাঁথিয়া উপজেলায় প্রদীপের আলো জ্বালিয়ে কালো আঁধার পেড়িয়ে উন্মোচিত হোক সত্যের আলো।

     

    উল্লেখ্য এ সংগঠন রক্তদান গরীব অসহায় মানুষের উন্নয়নে নিয়োজিত। আলোচনা শেষে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ