• অর্থনীতি

    অর্থনীতিতে দক্ষিণাঞ্চলকে দিচ্ছে ঘুরে দাঁড়ানোর হাতছানি

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ১০:১১:১১ প্রিন্ট সংস্করণ

     

    পৃষ্ঠপোষকতা আর সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে মুখ থুবরে পড়েছিলো দীর্ঘ ৪০ বছরের পটুয়াখালী বিসিক শিল্প নগরী পায়রা বন্দর ও সম্প্রতি পদ্মাসেতু চালুর কল্যাণে এখন প্রাণ ফিরেছে নগরীতে।

     

    এরই মধ্যে গড়ে ওঠেছে ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ফিরে এসেছে শ্রমিকের কর্ম চাঞ্চল্য যা অর্থনীতিতে দক্ষিণাঞ্চলকে দিচ্ছে ঘুরে দাঁড়ানোর হাতছানি।

     

    ভিতরে আলো বাড়ানো ও সড়কগুলো সংস্কার করা এবং একটি জিটি ঘাট নির্মাণের দাবী ব্যবসায়ীদের। তবে খুব শীঘ্রই সমস্যা সমাধানের কথা জানালেন বিসিক কর্মকর্তা।

     

    অর্থনীতিতে এক সময়ের পিছিয়ে পড়া ছোট্ট আয়তনের দ্বীপ জেলা পটুয়াখালী দক্ষিণাঞ্চলকে ঘুরে দাড়াতে ততকালীন সরকারের মহা পরিকল্পনায় ১৯৮২ সালে শহরের মাঝগ্রাম এলাকায় সাড়ে ১৫ একর জমির ওপর গড়ে তুলেন বিসিক শিল্পনগরী।

     

    কিন্তু নানা সমস্যার কারণে দীর্ঘ ৪০ বছরেও তেমন ছোঁয়া লাগেনী উন্নয়নের।

     

    পায়রা বন্দর ও সম্প্রতি পদ্মা সেতু চালুর কল্যাণে ইতোমধ্যে বিসিক শিল্প নগরীতে গড়ে ওঠেছে ফার্মাসিউটিক্যাল (বড় বড় দুটি ঔষধ) তৈরী প্রতিষ্ঠান।

     

    এখানকার তৈরী ঔষধ অল্প সময় ঢাকা রাজধানীসহ সারা দেশে সরবরাহ করা হয় এছাড়াও রয়েছে ময়দার মিল ও প্লাস্টিক কারখানাসহ ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান।

     

    আর যাকে ঘীড়ে কর্মসংস্থান হয়েছে ৫ হাজার মানুষের শ্রমিকের কর্মব্যবস্তায় মুখরিত হয়ে উঠেছে পুরো শিল্পনগরী।

     

    আর প্রতিদিন বিসিক শিল্প নগরীর প্রতিষ্ঠান গুলো থেকে প্রতি মাসে আয় হচ্ছে প্রায় ১০ কোটি টাকা এতে দক্ষিণাঞ্চলে দুয়ার খুলছে অর্থনীতির নতুন সম্ভাবনার।

     

    এবং আরো নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে বর্তমানে আগ্রহ বাড়ছে উদ্যোগতাদের মাঝে কর্তৃপক্ষের মতে মোট ১০১ টি প্লটের মধ্যে বরাদ্ধ হয়েছে ৯৬ টি।

     

    এবং নতুন করে আবেদন রয়েছে আরো ৬টির তবে ভিতরে আলো বাড়ানো ও সড়ক গুলো সংস্কার করা এবং একটি জিটি ঘাট নির্মাণের দাবী ব্যবসায়ীদের।

     

    তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শোনালেন আশার বানী পদ্মা সেতু ও পায়রা বন্দর চালু হওয়ায় আগের তুলনায় নতুন উদ্যোগতাদের ব্যাপক সাড়া মেলেছে।

     

    তাই নতুন করে আরেকটি শিল্প নগরী প্রয়োজন বলে জানান তারা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসক ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় চিঠির মাধ্যমে আবেদন করেছেন।

     

    আর ভিতরের আলো বাড়ানো, সড়ক গুলো সংস্কার করা ও ঘাট নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিসিকের এই কর্মকর্তা।

     

    পটুয়াখালী বিসিক শিল্প নগরীর সহকারি পরিচালক মোঃ আল আমিন জানান ১৯৮২ সালে শহরের মাঝগ্রাম এলাকায় সাড়ে ১৫ একর জমির ওপর গড়ে তুলেন বিসিক শিল্পনগরী মোট ১০১ টি প্লটের মধ্যে বরাদ্ধ হয়েছে ৯৬ টি