• ইসলাম ও জীবন

    সাটিয়াকোলা আঞ্জুমানে কাদেরীয়া খানকা পাকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন 

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৫ , ৯:১৯:৫৬ প্রিন্ট সংস্করণ

    সাটিয়াকোলা আঞ্জুমানে কাদেরীয়া খানকা পাকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

    আব্দুল জব্বার প্রকাশক:

    বিশ্ব মানবতার প্রদীপ শিখা, সম্প্রীতি,নৈতিকতা, মানবতা ও ধৈর্যের মানবকূলের নিভৃত  কান্ডারি অমৃত হীয়ার দূত মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর আগমন দিবস উপলক্ষে সাটিয়াকোলা আঞ্জুমানে কাদেরিয়া খানকা শরীফ পাকে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। আজকের এই দিনে সৃষ্টির দ্বার উন্মোচিত হয়। মক্কার কুরাইশ বংশে মা আমেনার কোল জুড়ে আসেন এ মানবতার দূত।

     

    এই আনন্দকে রাঙিয়ে তুলতে রাসূলে পাকের বংশধর  মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদীন শীল হুজুরপাক হযরত সৈয়দ শাহ্ ইউসুফ আলী আল কাদরি আল বাক দাদী  পাক এর মাধ্যমে অনুসারী গণ বিভিন্ন কার্যক্রম পালন করেন।

     

    সাটিয়াকোলা আঞ্জুমান কাদেরিয়া খানকা শরীফ পাকের সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রওশন আলীর পরিচালনায়  সকাল ৯ ঘটিকায় আনন্দ র‍্যালি বেড় হয় কাশিনাথপুর রেলগ্রেট প্রদর্শন করে খানকা প্রাঙ্গণে ফিড়ে আসে।

     

    এরপর রাসুলে পাকের সানে দরুদপাঠ করা হয়। সাটিয়াকোলা আঞ্জুমানে কাদেরিয়া খানকা মসজিদের ইমাম আব্দুর মালেক কাদেরি সাহেব রাসূলে পাক ও আওলাদে রাসূলগনের ওর গঠনমূলক আলোচনা করেন। রাসূলে পাকের ওসিলায় ও তার আদর্শে জীবন গড়ার দোয়া করা হয়। এরপর কেক কাটার মাধ্যমে এ আয়োজন শেষ হয়।

     

    উল্লেখ্য ভারত-বাংলাদেশ এ সকল খানকা শরীফে একযোগে প্রতিবছর এ আয়োজন চলমান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ