• সাহিত্য

    ওয়াসিম হোসেন রাহাদের কবিতা “আমার গ্রাম”

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ৮:০৬:২৪ প্রিন্ট সংস্করণ

    আমার গ্রাম

    ওয়াসিম হোসেন রাহাদ

     

    আমার গ্রাম, সবার গ্রাম
    সৌন্দর্যমণ্ডিত লীলাভূমি,
    গ্রামে করি বসবাস আমি
    গ্রামই প্রিয় জন্মভূমি।

    প্রতিদিন ভোরে ঘুম ভাঙে
    মোরগের মিষ্টি ডাকে,
    এক মুঠো সোনালী রৌদ্র
    উকি দেয় জানালার ফাঁকে।

    ক্লান্ত দুপুরে মাঠের লগ্নে
    গাছের তলায় কি সুন্দর ছায়ায়,
    কৃষকেরা জিরানী পোহায়
    দক্ষিণা বাতাসের মায়ায়।

    নিঝুম রাতে কানে আসে
    ঝিঝি পোকার আওয়াজ,
    বাগানে গেলে শুনতে পাই
    কিচির মিচির কুচকাওয়াজ।

    আমার গ্রামে দেখি আমি
    কত শত ফুল-ফল,
    মাঠে মাঠে আরো দেখি
    কত রকম মৌসুমি ফসল।

    ভাটিয়ালী পল্লী গানে
    মুখরিত হয়ে ভাসি,
    গরু চড়ায় আর মধুর সুরে
    রাখাল বাজায় বাঁশি।

    আমার গ্রামের প্রেমে পরে
    দূরে থাকলেও বার বার ফিরে আসি,
    আমার গ্রামকে আমার থেকেও
    আমি সত্যিই ভালোবাসি !!

    কবির নাম – মো.ওয়াসিম হোসেন রাহাদ।
    শিক্ষার্থী পাবনা এডওয়ার্ড কলেজ, অর্নাস প্রথম বর্ষ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ