প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ১০:০৭:৫৫ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:
সুজানগরের নাজিরগঞ্জ ঘাট ৪২ তম নদী বন্দরের মর্যাদা পেল।ঘাটটি দক্ষিণ বঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। নাজিরগঞ্জ বাসির প্রানের দাবি ছিল নাজিরগঞ্জ ঘাটটি নৌবন্দর ঘোষনা করা হোক।তারই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাজিরগঞ্জ ঘাটকে নদীবন্দর ঘোষনা করে গেজেট প্রকাশ করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয় টিএ শাখা প্রজ্ঞাপনে পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ঘাটকে দেশের ৪২ তম নদীবন্দর হিসেবে ঘোষনা করে নদী এলাকা নির্ধারণসহ বি আইডব্লিউটিএ কে নদীবন্দর টির সংরক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।
এদিকে এ খবর পাওয়া মাত্রই আনন্দের জোয়ারে ভাসছে নাজিরগঞ্জ বাসি।