• আরো

    পাবনায় একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র হারিয়ে গিয়েছে

      প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৮:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

     

    শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ–

     

    পাবনার জেলা আতাইকুলা থানাধীন জোয়ারদহ গ্রামের মৃত মঞ্জুরুল আলমের ছেলে মোঃ সিবগাতুল্লাহ (১৫)গত ২০শে মার্চ২০২৩ ইং রোজ সোমবার দুপুর ২টা ১০মিনিটে পাবনা জেলার সদর থানাধীন লস্করপুর হতে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার সময় তার মাথায় সাদা টুপি ও পরনে ছিল পাঞ্জাবী তার উচ্চতা ৫ ফুট ৪ ইন্চি। তিনি বর্তমান পাবনা দারুল আমান টাস্ট্র ইসলামি মাদরাসার এ বছরে দাখিল পরীক্ষার্থী তার আত্মীয়জন জানান যে হারানোর পৃর্ব তার সাথে এ মোবাইল নাম্বারে কথা হয় ০১৩১৪৪৩২৩২৬ হারানোর পর হতে এ মোবাইল নাম্বার বন্ধ। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি জিডি করা হয়েছে জিডি নং( ১৪৯৭) তার আত্মীয়স্বজন জানান কোন স্বহৃদয়বান ব্যক্তি এ ছেলেটির সন্ধান পেলে খোজ দিবেন। মোঃ শিহাব উদ্দিন

    মোবাইল নাম্বার ০১৭৩৯-৭৯০৮৩০

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ