প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ৮:০৩:১১ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ৬নং ওয়ার্ড আড়িয়াব এলাকায় আওয়ামীলীগ নেতা মোঃ আক্তার হোসেন সিকদারের পক্ষ থেকে গরিব-দুখী মানুষদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন তারাবো পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান জাকারিয়া মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম ভূঁইয়া, তারাবো পৌর আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বাইজিদ সাউথ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমান ভূঁইয়া, তারাবো পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান সাউথ, তারাবো পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার ভূঁইয়া রাসেল সহ
আরো উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৬নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাকিল, ভূইয়া ৬নং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ সাত্তার, অর্থ বিষয় সম্পাদক শাজাহান মিয়া,তারাবো পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়া, ৬নং ওয়ার্ড যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা বেগম, ৪ ৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আওয়ামী নেতা আক্তার হোসেন শিকদারের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া মোল্লা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পাঠ ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি,এলাকার গরিব-দুঃখী মানুষের কাছে ইফতার সামগ্রী তুলে দেন প্রায় ৫০০ পরিবারের মাঝে
পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তারাবো পৌর আমি স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার ভূইয়ার রাসেল।